মধ্যরাতে শাহরুখের বাড়িতে সালমান খান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২১ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর মধ্যরাতে তার বাসায় যান বলিউডের আরেক সুপারস্টার সালমান খান। রোববার শাহরুখের বাড়ি মান্নাতের গেট দিয়ে সালমান খানকে প্রবেশ করতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এর আগে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর একটি মাদকপার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। সেখান থেকে রোববার (৩ অক্টোবর) তাকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। আরিয়ানের সঙ্গে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। প্রোমদতরীর ওই মাদকপার্টিতে ছিলেন তারা সবাই। এরপরই শাহরুখ খানের বাড়িতে যেতে দেখা যায় সালমান খানকে। আরিয়ান গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগেও শাহরুখ খানকে বাসা ছেড়ে তার আইনজীবীর বাসার দিকে যেতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরিয়ানের বিরুদ্ধে এনসিবির অভিযোগ- নিষিদ্ধ পদার্থ ক্রয়, দখল ও ব্যবহার। তিনি সোমবার পর্যন্ত সংস্থাটির হেফাজতে থাকবেন বলে জানিয়েছে এনসিবি। আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডের তার জামিন দাবি করে বলেছেন, তাকে শুধু চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ‘ক্রুজে আরিয়ানের কোনো টিকিট, কেবিন কিংবা আসন ছিল না। তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার বোর্ডিং পাসও ছিল না। তার কাছে কিছুই পাওয়া যায়নি। তাকে শুধু চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করেছে এনসিবি। Related posts:ইন্ডাস্ট্রিতে এমন হৃদয়বান মেয়ে আগে আসেনি: কাজী হায়াৎঅপেক্ষা শুধু বিয়ের, রণবীর-আলিয়া পরিবার আরও কাছাকাছি৪ দিনের রিমান্ডে অভিনেত্রী পরীমনি Post Views: ১৮১ SHARES বিনোদন বিষয়: