মনের মতো রহস্য গল্পের খোঁজ পেলেন কারিনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১ অনেক দিন ধরেই ভালো থ্রিলারের খোঁজে ছিলেন কারিনা কাপুর খান। অবশেষে মনের মতো রহস্য গল্পের চিত্রনাট্য পেয়েছেন এই অভিনেত্রী। সুজয় ঘোষের পরিচালনায় একটি থ্রিলারে অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। ছবিটির প্রযোজনায় রয়েছেন জয় শেওয়াক্রমনি। আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। কালিম্পং ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় শুটিং হবে। রহস্য গল্পের জন্য এমন সব জায়গাই বেছে নিয়েছেন সুজয়। আপাতত দুই মাসের শুটিং শিডিউলের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যেই পুরো ছবি শুটিং শেষ করার কথা রয়েছে। টানা শিডিউলে তৈমুর ও জেহ হয়তো করিনার সঙ্গেই থাকবে। জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেতাদেরও দেখা যাবে এই ছবিতে। তবে তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে। সুজয়ের ছবির কাজ শেষ করে হনসল মেহতার পরবর্তী ছবির কাজ শুরু করবেন করিনা। Related posts:জনপ্রিয় অভিনেতা প্রভাসের নতুন সিনেমার গান (ভিডিও)জেনিফার লোপেজকে আপত্তিকর প্রস্তাব পরিচালকের!বলিউডের সব রেকর্ড ভাঙল ‘পাঠান’ Post Views: ২৪৪ SHARES বিনোদন বিষয়: