মেলান্দহে পারিবারিক কলহে শশুরবাড়িতে গিয়ে জামাইয়ের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জের ধরে সমির মোল্লা (৩৭) নামে এক ব্যক্তি শশুরবাড়িতে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। ২ অক্টোবর শনিবার সকালে উপজেলার চরপলিশা গ্রামের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সমির মোল্লা (৩৭) একই গ্রামের চরপলিশা গ্রামের তয়ছন মোল্লার ছেলে। পরিবারের বরাত দিয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মায়নুল ইসলাম বলেন, নিহতের বাড়ি ও তাঁর শশুরবাড়ি পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার তাঁর স্ত্রীর সাথে শশুরবাড়িতে ঝগড়া হয়। পরদিন শনিবার সকালে বাঁশঝাড়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। এলাকাবাসী সূত্র জানায়, আত্মহত্যার আগের দিন সমির মোল্লা তাঁর স্ত্রী খুরশেদা বেগমকে পিটিয়ে আহত করেন। বর্তমানে খুরশেদা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। Related posts:নারী ও শিশু নির্যাতন মামলা॥ ২৪ ঘন্টার মধ্যেই মামলার চার্জশিট দিল পুলিশজামালপুরে বৃক্ষ বিতরণ উৎসবপ্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো অশোভন আচরণ করতে পারেন না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Post Views: ২৮০ SHARES জামালপুর বিষয়: