ময়মনসিংহে রাস্তার পাশে ছটফট করছিল গলাকাটা ব্যক্তি, হাসপাতালে নিলো পুলিশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২১ ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় ছটফট করছিলেন রিয়াদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম। ৬ অক্টোবর বুধবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা-শ্রীপুর সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত রিয়াদ মিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার কাদির মিয়ার ছেলে। এ বিষয়ে ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘রাতে ডিউটি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে সহকর্মীদের নিয়ে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই ব্যক্তি গলাকাটা অবস্থায় ছটফট করছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তি বেঁচে আছেন।’ তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। ঘটনাটি শ্রীপুর থানার অধীনে। শ্রীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। Related posts:নালিতাবাড়ীতে বিনা মূল্যে চিকিৎসা সহায়তা প্রদান ও ঔষধ বিতরণশ্রীবরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতপ্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আমরা হতদরিদ্র থেকে উন্নয়নশীল দেশের কাতারে :এলজিআরডি মন্ত্রী Post Views: ৩৫১ SHARES সারা বাংলা বিষয়: