রাজধানীতে আবারও নিজের বাইকে আগুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ বৃহস্পতিবার দুপুরের দিকে পলাশীতে নিজের ডিসকভারি মোটরসাইকেলে আগুন ধরিয়ে (বামে) দেন তিনি। ডানে ইলিয়াস মিয়া ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাজধানীতে আবারও রাইড শেয়ারিংয়ের এক চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। মামলায় ত্যক্তবিরক্ত হয়ে ২১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে পলাশীতে নিজের ডিসকভারি মোটরসাইকেলে আগুন দেন তিনি। এই চালকের নাম ইলিয়াস মিয়া (৪০)। গণমাধ্যমকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, পাঠাও চালক ইলিয়াসের বিরুদ্ধে আগের দুটি মামলা ছিল। আজ আরও একটি মামলা দেন সার্জেন্ট। তৃতীয় মামলার পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ওসি আরও বলেন, ইলিয়াসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি ১৩ বছর দেশের বাইরে ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল। করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেড় মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তিনি ঢাকায় আসেন। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি মেসে থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান। ইলিয়াস দুই সন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকে। উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় রাইড শেয়ারিংয়ের আরেক চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। Related posts:প্রধানমন্ত্রীকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দনআজ ঐতিহাসিক ৭ মার্চ‘বাঙালি হিসেবেই বিশ্বে মাথা উঁচু করে চলবো’ Post Views: ২৩৮ SHARES জাতীয় বিষয়: