শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১
bd-journal

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। ৩ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হচ্ছেন স্থানীয় তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) ও প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে দাওয়াকুড়া গ্রামের সখিনা খাতুন তার গৃহপালিত মুরগি খুঁজতে বের হয়ে প্রতিবেশী মতলেব মিয়ার বাড়িতে যান। যাওয়ার সময় বৃষ্টির পানি থাকায় মতলেব মিয়ার বসতঘরের পাশ ঘেঁষে যাওয়ার জন্য সখিনা টিনের বেড়া ধরেন।
ওইসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সখিনা মাটিতে লুটিয়ে পড়েন। এদিকে সখিনার মাটিতে লুটিয়ে পড়া দেখে অপর গৃহবধূ নুরুন্নাহার তাকে উদ্ধার করতে গিয়ে তাকে স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এদিকে দু’জনকে বিদ্যুতায়িত হতে দেখে বাড়ির অন্যরা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।