শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১ শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় অনিকা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত শিশু অনিকা স্থানীয় উকিল মিয়ার মেয়ে। জানা যায়, শিশু অনিকার বাবা উকিল মিয়া শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বাজার থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিল। ওইসময় বাড়ির সামনে ইজিবাইকটি গেলে বাবাকে দেখে ঘর থেকে দৌঁড়ে বাবার কাছে আসতে থাকে শিশু অনিকা। একইসময় ভায়াডাঙ্গা বাজার থেকে যাত্রী নিয়ে আরেকটি দ্রুতগতির ইজিবাইক অনিকাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় অনিকা। এ ঘটনায় স্থানীয়রা ইজিবাইকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাড়ির সামনের সড়কে ইজিবাইকের চাপায় মারা গেছে। ওই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। Related posts:শেরপুরে তুচ্ছ ঘটনায় সময় টিভির প্রতিনিধির উপর হামলা, আটক ১শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজিঝিনাইগাতীতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত Post Views: ২২৮ SHARES শেরপুর বিষয়: