শেরপুরে উমেন এন্ড ই কমার্স ফোরাম (WE) এর পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১ বাংলাদেশের অন্যতম ফেসবুক গ্রুপ যার সদস্য সংখ্যা ১২ লাখ, Women and e- Commerce Forum( WE) এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা’র পক্ষ থেকে শেরপুর জেলার উদ্যোক্তাগণ শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। ওইসময় শেরপুরে উমেন এন্ড ই কমার্স ফোরাম (WE) এর পক্ষ থেকে অন লাইনে ব্যবসা- বানিজ্যের সুবিধা-অসুবিধা নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন । উদ্যোক্তাদের তৈরী তুলশীমালা চালের গুড়ার কেক কাটা হয়। জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ বলেন, ‘তথ্য প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন’ এর এই যুগে করোনা মহামারীর এই সংকট কালেও অন লাইনে অসংখ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি হওয়া টা আমাদের মাতৃভুমির জন্য অত্যন্ত ইতিবাচক বলে মত প্রকাশ করেন এবং শেরপুর জেলার উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স প্রদান, প্রশিক্ষন প্রদানসহ সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। ওইসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Related posts:নাকুগাঁও স্থলবন্দরে ১ টাকা বাড়ানোর দাবি মানায় বন্দরে কাজে ফিরছেন শ্রমিকরাঝিনাইগাতীতে ইমাম-মুয়াজ্জিনরা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহারনালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু Post Views: ৫১৭ SHARES শেরপুর বিষয়: