শেরপুরে র্যাবের অভিযানে ৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১ শেরপুরে ৩শ পিস ইয়বাসহ মো. নূর নবী (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর অভিযানিক দল। ১৩ অক্টোবর বুধবার বিকেলে সদর উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূরনবী স্থানীয় মো. হাবিবুর রহমানের ছেলে। পরে ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার বেলতলী এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় ৩শ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ নূর নবীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বৃহস্পতিবার সকালে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর নবী জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ওই ঘটনায় নূরনবীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। Related posts:শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতঝিনাইগাতীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিতশ্রীবরদীতে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থাগারের উদ্বোধন Post Views: ১৯৬ SHARES শেরপুর বিষয়: