শেরপুরে ৩৩৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১ শেরপুর র্যাব-১৪ এর অভিযানে ৩৩৫ পিস ইয়াবা বড়িসহ মো. রুবেল মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি বাজারে অভিযান ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রবের ছেলে। র্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারস্থ জনৈক মো. শফিকুল মিয়ার মুদির দোকানের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩৩৫টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ৫০০ টাকা। র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:নকলায় দূর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতশেরপুরে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের সাজা, ৫ ড্রেজার ধ্বংস Post Views: ৪৩৪ SHARES শেরপুর বিষয়: