শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ চাষাবাদ বৃদ্ধির উপর কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২১ শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় এই ফসলগুলো অন্তর্ভূক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। ৩১ অক্টোবর রবিবার সকালে শ্রীবরদী উপজেলা সোমেশ্বরী হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এইউও সাদিকুল ইসলাম স্বাক্ষর। অনুষ্ঠান সঞ্চালনা করেন হারভেস্ট প্লাস-বিংগস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান। বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়াতে আলোকপাত করেন। Related posts:শ্রীবরদীতে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বাঝিনাইগাতীতে রাবার ড্যাম প্রকল্পের সদস্যবৃন্দদেরকে কৃষি বিষয়ক প্রশিক্ষণঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন Post Views: ২০৪ SHARES শেরপুর বিষয়: