শ্রীবরদীতে ব্যাটারির হুক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২১ শেরপুরের শ্রীবরদীতে অটোরিকশার ব্যাটারি থেকে চার্জারের হুক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার মাটিয়াকুড়া গ্রামে ২০ অক্টোবর বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত জেরিন মাটিয়াকুড়া গ্রামের আস্কর আলীর স্ত্রী। পরিবারের বরাত দিয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মাটিয়াকুড়া গ্রামের আস্কর আলীর সঙ্গে একই উপজেলার ছনকান্দা গ্রামের জেরিনের এক বছর আগে বিয়ে হয়। আস্কর আলী পেশায় অটোরিকশার চালক। রিকশা নিজ বাড়িতেই চার্জ দেন তিনি। বুধবার সকালে ব্যাটারি থেকে চার্জারের হুক খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেরিন গুরুতর আহত হন। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে এবং পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জেলা সদর হাসপাতালের চিকিৎসক খাইরুল কবির সুমন জেরিনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। Related posts:বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শেরপুরে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশনকলায় নবাগত ইউএনওর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়দুদকের হাতে ঘুষের টাকাসহ আটক শ্রীবরদী সাব-রেজিস্ট্রার ২দিনের রিমান্ডে Post Views: ২৩২ SHARES শেরপুর বিষয়: