সাম্প্রদায়িক দাঙ্গার পাঁয়তারার প্রতিবাদে শেরপুরে জাসদের মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১ দেশের বিভিন্ন জায়গায় গুজব রটিয়ে হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা-ভাঙচুর এবং রাজনৈতিক অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। ১৮ অক্টোবর সোমবার দুপুরে শহরের ডিসি গেইট মোড়ে জেলা জাসদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, শ্রমিক জোট নেতা জুলহাস উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা সম্প্রতি কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় গুজব রটিয়ে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে হামলাসহ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে সারাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারায় বিএনপি-জামায়াত চক্র জড়িত বলে অভিযোগ করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। সেইসাথে তারা হিন্দুদের নিরাপত্তা জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন। Related posts:নালিতাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যার ঘটনায় স্বামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলাঝিনাইগাতীতে বন ধ্বংস করে অবৈধ ভাবে পাথর উত্তোলন ॥ মিনি পিকআপসহ আটক- ১ঝিনাইগাতীতে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের বাছাইয়ের উদ্বোধন Post Views: ২৫৭ SHARES শেরপুর বিষয়: