হজরত শাহজালাল বিমান থেকে ১২ কেজি সোনা জব্দ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের ভেতর থেকে ১২ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। ২৫ অক্টেবার রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বার জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ কোটি টাকা। শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনার বার ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮। সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হয়নি। Related posts:ভোরে লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৫৮ বাংলাদেশিখালেদা জিয়ার দণ্ড নিয়ে পরিবারের আবেদন পরীক্ষা হচ্ছ : স্বরাষ্ট্রমন্ত্রীদক্ষতা নিশ্চিতে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রণয়ন হবে: শিক্ষামন্ত্রী Post Views: ৩৭০ SHARES জাতীয় বিষয়: