১০০টি চ্যানেল দেখতে মাত্র ৩০০ টাকা লাগে, এভাবে চলবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ ১০০টি চ্যানেল দেখতে মাত্র ৩০০ টাকা খরচ হয়, এভাবে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ৫ অক্টোবর মঙ্গলবার সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ১০দিন কানাডায় থেকে আসলাম, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি একজন সংসদ সদস্য, একজন প্রতিমন্ত্রী, তারচেয়ে বড় কথা আমি বাঙালি। আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও টাকা ছাড়া একটা নিউজও দেখতে পারলাম না। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুর কন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে ১০০টি চ্যানেল দেখতে পারবে মাত্র ৩০০ টাকা দিয়ে। এভাবে বাংলাদেশ চলবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিন ফিড বাস্তবায়ন করব। বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য অনুযায়ী পরিচালনা করতে হবে।’ Related posts:বঙ্গবন্ধুর নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী৫৩ ঘণ্টা পর শ্রমিক অবরোধ প্রত্যাহারপাট-পাটজাত পণ্যের রপ্তানি ঈর্ষণীয় পর্যায়ে আনতে চাই : নানক Post Views: ৩৩১ SHARES জাতীয় বিষয়: