আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ (২৫ নভেম্বর)। অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’। ইতিহাস থেকে জানা গেছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষ উদযাপনে কর্মসূচি পালন করে থাকে। এ বছর মন্ত্রণালয়ের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা নারী নির্যাতন বন্ধ ও সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে। Related posts:‘ভুল বিবৃতিতে রাজনীতিবিদ-কর্মকর্তাদের সম্পর্ক নষ্ট হবে না’পাচার হওয়া টাকা ফেরত আনতে কাজ শুরু হয়েছে: অর্থ উপদেষ্টাগণতন্ত্র মুক্তি দিবস আজ Post Views: ২১০ SHARES জাতীয় বিষয়: