ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকভর্তি ড্রোন হামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১ ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবনে ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনটি বাগদাদের গ্রিন জোনে অবস্থিত। হামলায় ৬ নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের। হামলার পর এক টুইটারে দেওয়া এক বার্তায় মোস্তফা আল-কাদিমি ইরাকের স্বার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়। হামলার পর অক্ষত আছেন বলে নিজেই জানিয়েছেন মোস্তফা আল-কাদিমি। তবে ড্রোন হামলার পর ইরাকি প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাগদাদের ওই গ্রিন জোনে বহুসংখ্যক সরকারি দফতর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-কাদিমি। এর আগে তিনি দেশটির সাবেক গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। Related posts:জাপানের নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগাকরোনা ভাইরাস প্রজন্মকে শিক্ষা বিপর্যয়ের মুখে ফেলেছে: জাতিসংঘ মহাসচিবমিয়ানমার সংকটের টেকসই সমাধানের আহ্বান বাংলাদেশের Post Views: ১৭২ SHARES আন্তর্জাতিক বিষয়: