খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করছে বিএনপি : তথ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২১ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সরকার দেশেই খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চায়। অন্যদিকে তার কিছু হলেই বিএনপি তাকে বিদেশ নিতে চায়। ২৪ নভেম্বর বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসকরা কিছু বলছেন না; অথচ বিএনপি নেতারা ডাক্তারের ভূমিকা পালন করছেন। এসবই শুধু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়াকে লন্ডনে তারেক জিয়ার কাছে পাঠিয়ে সেখানে বসে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় বিএনপি। Related posts:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্তবিএনপির নির্যাতন-হত্যার কাহিনী আরব্য রজনীর গল্পের মতো : কৃষিমন্ত্রী২১ আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা Post Views: ১৮৬ SHARES রাজনীতি বিষয়: