জলবায়ু সম্মেলন শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু বিষয়ক ‘কপ-২৬ শীর্ষ সম্মেলন’ এবং উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষে লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো ছেড়েছেন। স্থানীয় সময় ৩ নভেম্বর বুধবার দুপুরে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর জলবায়ু সম্মেলন এবং বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গ্লাসগো পৌঁছান। দুই সপ্তাহের এ সফরে তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। Related posts:সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেব : ইসি রাশেদাকোভ্যাক্সের আওতায় বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ টিকা পাবেসংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই Post Views: ২১৭ SHARES জাতীয় বিষয়: