ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে কৃষি সম্প্রসারণ সেবার কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক উন্নয়ন কৃষিকে ইউনিয়নের প্রতিটি গ্রামে পৌঁছে দেয়ার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ সেবার কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বুধবার সকাল ১১ টায় সিভিএ ও কৃষক দলের আয়োজনে এবং বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট এর উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, বিংস প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশন ইকোনমিক ডেভেলপমেন্ট ভেলোচেইন স্পেশালিস্ট সাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, আফাজ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ওয়ার্ল্ড ভিশনের মাঠ সহায়ক সারোয়ার আলম, কৃষক মুসলিম উদ্দিন, শিউলী আক্তার প্রমুখ। সভায় গ্রামীণ সম্ভাবনাময় কৃষির আধুনিকায়ন, কৃষি সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরা, তরুণদের উদ্বুদ্ধ করে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, আধুনিক ফল ও ফসল চাষ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়। এসময় বিংস প্রজেক্ট এর হেলথ প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার, প্রজেক্ট অফিসার কেয়া ক্লারা আতিওয়ারাসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মীগণ, ইউপি চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনারশেরপুরের গারো পাহাড়ে আগুনে ক্ষতিগ্রস্ত শালবন পরিদর্শনে বনবিভাগের তদন্ত কমিটিইউপি নির্বাচন: নকলা ও নালিতাবাড়ীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম Post Views: ২৯৯ SHARES শেরপুর বিষয়: