ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১ শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার ইউনিয়নের জুলগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪’র সদস্যরা। বিল্লাল স্থানীয় মোঃ আশরাফ আলীর ছেলে। ২৭ নভেম্বর শনিবার সকালে মাদক আইনের মামলা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে ঝিনাইগাতী উপজেলার জুলগাও এলাকায় মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওইসময় ৩৮৫ পিস ইয়াবাসহ বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে বনরুইসহ আটক ১শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতশেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে নারী দলের দ্বিতীয় জয় Post Views: ৪২৫ SHARES শেরপুর বিষয়: