ঝিনাইগাতীতে ২ স’মিল মালিককে ৪ হাজার টাকা জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের পাগলার মুখ নামক স্থানে দুই স’মিল মালিক রাস্তার পাশে বিপদজনক ভাবে গাছের গুড়ি/টুকরো রাখায় মোবাইল কোর্ট ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ২ নভেম্বর মঙ্গলবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তায় যানজট মুক্ত রাখা ও দূর্ঘটনা থেকে মানুষকে বাঁচতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। Related posts:ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনাও সাংস্কৃতিক অনুষ্ঠানঝিনাইগাতীতে (কোভিড-১৯) ভেকসিন সম্পর্কিত নিবন্ধন বিষয়ে আলোচনা সভা Post Views: ৩১৮ SHARES শেরপুর বিষয়: