টেস্ট অভিষেকের ৬ বছর পর সেঞ্চুরি পেলেন লিটন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১ চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস। এটি তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অর্থাৎ টেস্ট অভিষেকের ৬ বছর পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। এর আগে টেস্টে লিটনের সর্বোচ্চ ছিল ৯৫ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এই রান করেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে আছে ৯৪ রানের এক ইনিংস। দুটোই কাটা পড়েছে নড়বড়ে নব্বইয়ের খড়গে। ক্যারিয়ারের ২৬তম টেস্টে এসে ১০তম ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার পথে লিটন খেলেন ১৯৯ বল। বাউন্ডারি হাঁকান ১০টি, ছক্কা ১টি। এর মাধ্যমে তার সাম্প্রতিক ফর্ম নিয়ে যে সমালোচনা হচ্ছিল, তার সমুচিত জবাব দিলেন তিনি। Related posts:ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা, শক্তিশালী বিস্ফোরণআইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন মোস্তাফিজঘরের মাটিতে বাংলাদেশ যে কোন দলকে হারাতে পারে : বাবর আজম Post Views: ৪১৪ SHARES খেলাধুলা বিষয়: