নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১ নরসিংদীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। ৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে সংঘর্ষের ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমির হোসেন (৪৫), আশরাফুল (২২) ও খুশি বেগম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তানভীর আহাম্মদ বলেন, হাসপাতালে তিনজনের মরদেহ পাওয়া গেছে। এছাড়াও সেখানে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। Related posts:নকলায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালীত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়েরগণহত্যা দিবসে ডিআইজি আনিসুর রহমানের শ্রদ্ধা নিবেদন Post Views: ২০২ SHARES সারা বাংলা বিষয়: