নেত্রকোনায় জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১ নেত্রকোনায় ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে ৬ নভেম্বর শনিবার সকালে সমবায় দিবসের উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ উপলক্ষে জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ উদ্যোগে শহরের পাবলিক হলের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পৌর মেয়র নজরুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমীন। Related posts:মাথায় গুলি চালিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যানেত্রকোনায় দোকানে বিস্ফোরণে একজন নিহতজামালপুরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার Post Views: ২০৮ SHARES সারা বাংলা বিষয়: