বাংলাদেশকে ৪৮ লাখ টিকা দিচ্ছে সৌদি ও পোল্যান্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২১ বাংলাদেশকে প্রায় ৪৮ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব ও পোল্যান্ড। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। ১০ নভেম্বর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করবেন। এদিকে আগামী দুই-তিন দিনের মধ্যে সৌদির টিকার চালান বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা। তিনি বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। পোল্যান্ডের এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে। Related posts:দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৪ঢাকার অনেক উন্নয়ন হলেও লক্করঝক্কর বাস চলাচল বন্ধ হয়নি: কাদেরবিএনপিও ভোটে আসবে, ইসির আশা Post Views: ১৮২ SHARES জাতীয় বিষয়: