বুবলীর ‘কয়লা’ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১ চলতি বছর বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন হালের আলোচিত অভিনেত্রী বুবলী। সেই ধারাবাহিকতায় আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢালিউডের এ লাস্যময়ী। ছবির নাম ‘কয়লা’। আর ছবিটি পরিচালনা করবেন সাইফ চন্দন। এছাড়া কাহিনি ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। নায়িকা ঠিক হলেও ছবিটিতে নায়ক কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত করা হয়নি। শীঘ্রই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। সাইফ চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নামও ঘোষণা করা হবে। বুবলী বলেন, ‘সিনেমার গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আর তাই অভিনয় করতে রাজি হয়েছি। চরিত্রটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারলে দর্শক পছন্দ করবেন। আমি সেরা চেষ্টাটাই করব। এছাড়া সাইফ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ।’ সবকিছু ঠিক থাকলে, আগামী সপ্তাহে যশোরে ‘কয়লা’র ক্যামেরা অন হবে। Related posts:চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের চার্জশিট গ্রহণ, ১৪ ডিসেম্বর চার্জগঠনহৃত্বিক রোশনের ‘প্রেমে পড়েছেন’ নোরা ফাতেহি!সুশান্তের মৃত্যুর তদন্তে এবার কঙ্গনা রানাউতকে নোটিস Post Views: ২০১ SHARES বিনোদন বিষয়: