বুলগেরিয়ায় দুর্ঘটনার কবলে পর্যটকবাহী বাস, আগুন লেগে নিহত ৪৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২১ পশ্চিম বুলগেরিয়ায় একটি মোটরওয়েতে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এরপরও ওই বাসে আগুন ধরে গিয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।-বিবিসি Related posts:আবাসিক এলাকায় নির্বিচার গোলা বর্ষণ, আরও ৮৭ ফিলিস্তিনি নিহতপাকিস্তানে প্রচণ্ড গরমে ৬ দিনে মারা গেছে ৫ শতাধিক মানুষপুলিশ স্টেশনে হামলা, ইরানে বিপ্লবী গার্ডসের কর্নেলসহ নিহত ১৯ Post Views: ২৫৬ SHARES আন্তর্জাতিক বিষয়: