রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় ঝরলো আরও এক প্রাণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ রাজধানীর পান্থপথে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পান্থপথে একটি ফার্নিচারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই ময়লার গাড়ি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। এর আগে, গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তান এলাকায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। এ নিয়ে আজ দিনভর আন্দোলন চলে রাজধানীতে। Related posts:১৫ বছর পর জন্ম দেয়া সন্তানটি চুরি হয়ে গেল মায়েরবিজিবির অভিযানে ২৩২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটকস্মরণকালের ভয়াবহ বন্যা ফেনীতে, একজনের মৃত্যু Post Views: ১৮৮ SHARES সারা বাংলা বিষয়: