শেরপুরে র্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১ শেরপুর সদর থানাধীন চর মোচারিয়া মাঝপাড়া গ্রামে ১৪ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে ৩.৮ গ্রাম হেরোইনসহ মো. পারভেজ (৪০) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। তিনি ওই গ্রামেরই মৃত হাবিবুর রহমানের ছেলে। র্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিঃ পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল ১৪ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে শেরপুর সদর থানাধীন চর মোচারিয়া মাঝপাড়া গ্রামস্থ চর মোচারিয়া ইউনিয়ন পরিষদের সামনে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. পারভেজকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৩.৮ গ্রাম হেরোইন ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। Related posts:নানা আয়োজনে শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপারশেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০ Post Views: ৪৭২ SHARES শেরপুর বিষয়: