শেরপুরে সিক্সস্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকসের শো রুম উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২১ শেরপুর শহরেরর উপকন্ঠ মোবারকপুর আখের মামুদের বাজারে ‘ সিক্সস্টার ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস’ নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানের শো রুম উদ্বোধন করা হয়েছে। ৮ নভেম্বর সোমবার সকালে স্থানীয় মকবুল হোসেন সুপার মার্কেটে ফিতা কেটে ওই শো রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিলো এ বাজারে। তিনি এলাকার নিরীহ ক্রেতা সাধারণ যেন প্রতারণার শিকার না হয়ে তাদের ন্যায্য সেবা পায়, সেদিকে খেয়াল রাখার জন্য প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। উদ্বোধনকালে যোগিনীমুরা খানকায়ে সিদ্দিকীয়ার পীর মাওলানা আবু রাশেদ মো: বাকের, প্রবীণ সমাজ সেবক আলহাজ্ব হাবিবুর রহমান, ইউপি সচিব বিল্লাল হোসাইন, আখের মামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, ভূমি মালিক সমিতির সভাপতি ডা. শরাফত আলী, আখের মামুদ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, মার্কেটের মালিক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। এর আগে, সংক্ষিপ্ত আলোচনা ও মিলাত মাহফিলের আয়োজন করা হয়। জানা যায়, এলাকার সমমনা ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বপন, মোহসিন আলী, এরশাদ আলী-১, এরশাদ আলী-২. রুবেল মিয়া ও মনি মিয়া মিলে ওই যৌথ মালিকানা প্রতিষ্ঠানটি শুরু করেছেন। এখানে দেশীয় পণ্য প্রতিষ্ঠান ওয়ালটনের সকল প্রকার ফ্রিজ, টিভি, এসি, এলইডি, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেন্ডার মেশিন, ওয়াশিং মেশিন, ডিপ ফ্রিজ, গ্যাসের চুলা হিটার, আইরন, মাইক্রোওভেন, সাউন্ড বক্স ও ফ্যানের পাশাপাশি বিভিন্ন ব্যান্ডের ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস’র যাবতীয় পণ্য পাইকারী ও খুচরা মূল্যে বিক্রিয় করা হবে। Related posts:শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনশেরপুরের নকলায় বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণশেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২২৩ SHARES শেরপুর বিষয়: