শ্রীবরদীতে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কর্মশালা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১ শেরপুরের শ্রীবরদীতে মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসনে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। ওইসময় তিনি হাতি হত্যা না করতে জনগণকে সচেতন করার লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং গহিন অরণ্যের বন বিভাগের জায়গা দখল করে সবজির আবাদ করতে নিষেধ করেন। বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হকসহ বন বিভাগের কর্মচারীরা। Related posts:নকলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধননালিতাবাড়ীতে ভাইস চেয়ারম্যান, উপজেলা আ’লীগ সম্পাদক ও সাংবাদিকের ফেসবুক একাউন্ট হ্যাকনকলায় নবাগত ইউএনওর সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় Post Views: ২২১ SHARES শেরপুর বিষয়: