১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে ২টি আরসিসি সড়কের উদ্বোধন করলেন মসিক মেয়র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যায়ে ২ টি আরসিসি সড়কের উদ্বোধন করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু। ১৭ নভেম্বর বুধবার দুপুরে ২৯নং ওয়ার্ডে ওই উদ্বোধনী কাজটি সম্পূর্ণ করেন। সড়ক দুটি হলো- বাদেকল্পা আমরতলা মোড় থেকে উত্তর দাপুনিয়া পর্যন্ত এবং গন্ড্রপা মরহুম নূরুল ইসলাম সড়ক। উদ্বোধনকালে মেয়র বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ডসমূহে নতুন নতুন সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। দ্রুত সড়ক বাতিও পৌঁছে যাবে। মেয়র উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ সময় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হক ও জীবন কষ্ণ সরকার সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ। Related posts:পঞ্চগড়ে মাকে হারাতে ভোটের মাঠে মেয়েনিজের ছবির সঙ্গে স্কুলছাত্রীর ছবি বসিয়ে ভিডিও তৈরি, আটক ৩ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ Post Views: ২৫৪ SHARES সারা বাংলা বিষয়: