২য় দিনের মতো ময়মনসিংহে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস-ট্রাক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১ ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সারা দেশের মতো ময়মনসিংহ জেলায় ২য় দিনের মত বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভাড়া বৃদ্ধির দাবিতে গণপরিবহন বন্ধ রেখেছেন পরিবহনসংশ্লিষ্টরা। ৬ নভেম্বর শনিবার ময়মনসিংহ মহানগর এ অবস্থিত তিনটি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। এদিকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে জরুরি প্রয়োজনে মানুষকে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে অথবা ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে। অনেকেই আবার ভেঙে ভেঙে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ময়মনসিংহ থেকে। বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। একইভাবে পণ্য পরিবহনকারী সব ধরনের ট্রাক বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন কৃষকরা। এ অবস্থা চলতে থাকলে কাঁচামালসহ নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। Related posts:বান্দরবানের গহিন জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সদস্য নিহতআটকে রাখা তিনটি কার্গো ছেড়ে দিয়েছে আরাকান আর্মিজামালপুরে তৃতীয় শ্রেনী কর্মচারীদের ৫দফা দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Post Views: ২৩০ SHARES সারা বাংলা বিষয়: