২৫ নভেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১ আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে আগামী ২৫ নভেম্বর থেকে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। Related posts:প্রাথমিকে আরও ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে : প্রতিমন্ত্রী জাকির হোসেনস্কুল খুলে দেওয়ার পক্ষে ৭৫ শতাংশ শিক্ষার্থীপলিটেকনিকে ভর্তিতে থাকবে না বয়সসীমা : শিক্ষামন্ত্রী Post Views: ২৬০ SHARES শিক্ষা বিষয়: