আজ ৬ ডিসেম্বর; শেরপুরের শ্রীবরদী মুক্ত দিবস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২১ আজ ৬ ডিসেম্বর। শেরপুরের শ্রীবরদী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মিত্র বাহিনীর তীব্র আক্রমণে টিকতে না পেরে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা শ্রীবরদী ছাড়তে বাধ্য হয়। ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মিত্র বাহিনীর আক্রমণে হেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা শ্রীবরদীর দিকে অবস্থান নিলে ১১ নম্বর সেক্টরের কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মিত্র বাহিনী প্রবল আক্রমণ করে। মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনী শ্রীবরদী, ভায়াডাঙ্গা, ঝগড়ার চর ও কুরুয়াতে ক্যাম্প তৈরি করে। মিত্র বাহিনীর আক্রমণে তাদের ক্যাম্প ছেড়ে পাক হানাদার বাহিনী ৬ ডিসেম্বর ভোরে শ্রীবরদীর লংগরপাড়া হয়ে শেরপুরের দিকে পিছু হটে। ওই দিনই তারা জামালপুরে অবস্থান নেয়। ৬ ডিসেম্বর ভোরেই শ্রীবরদী সদর ইউনিয়নের আবুয়ারপাড়া গ্রামে গাছের ডালে বীর প্রতীক জহুরুল হক মুন্সি ও মুক্তিযোদ্ধা আব্দুর রেজ্জাক বিজয়ের পতাকা উত্তোলন করেন। Related posts:শেরপুরে নির্বাচন পরবর্তী সহিসংতায় হামলা-সংঘর্ষ, আহত ১৫ঝিনাইগাতীতে একটি সেতুর অভাবে চলাচলের দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষশেরপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মৃত চালক সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান Post Views: ২২২ SHARES শেরপুর বিষয়: