এবার কাউন্টি মাতাবেন রিজওয়ান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল সাসেক্স। আগামী মৌসুমে তিনি প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন। সাসেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এপ্রিলে সাসেক্সে যোগ দিবেন। তাদের হয়ে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলবেন। এক বার্তায় সাসেক্স জানিয়েছে, ‘সাসেক্স ক্রিকেট অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে ২০২২ মৌসুমের অধিকাংশ সময়ের জন্য দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর শেষে এপ্রিলে তিনি সাসেক্সে যোগ দিবেন। তিনি সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলবেন।’ প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়ার সুযোগ পাওয়ায় রিজওয়ানও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘কাউন্টি ক্রিকেটের ঐতিহ্যবাহী দল সাসেক্সের অংশ হতে পারে আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি এবং বেশ উচ্ছ্বসিতও। আমি সাসেক্সের বিষয়ে অনেক ইতিবাচক গল্প শুনেছি। সেই থেকে সাসেক্স আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল।’ সাসেক্সের কোচ ইয়ান সালিসবারি রিজওয়ানের প্রশংসা করে বলেছেন, ‘মোহাম্মদ রিজওয়ানের প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেটের রেকর্ডই তার পক্ষে কথা বলছে। আগামী মৌসুমের জন্য তার মতো একজনকে পাওয়া আমাদের জন্য দারুণ কিছু। তাকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।’ Related posts:ইউরোতে থামল রোনালদোর যাত্রা, সেমিফাইনালে ফ্রান্সবাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরুভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ Post Views: ২১৫ SHARES খেলাধুলা বিষয়: