খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১ খুলনা মহানগরীর খালিশপুরে মহুয়া খাতুন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খুলনা নর্দান ইউনিভার্সিটির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। মহুয়া বাগেরহাট সদর থানা এলাকার শাহাদাত হোসেনের মেয়ে। খুলনার খালিশপুরে নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন তিনি। ২৯ ডিসেম্বর বুধবার রাতে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। খালিশপুর থানা পুলিশের এসআই মো. শওকত আলী জানান, মঙ্গলবার দুপুর ও রাতে কোনো খাবার গ্রহণ করেননি মহুয়া। রাতে ঘরে দরজা দিয়ে ঘুমিয়ে পড়েন। আজ (বুধবার) সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় পরিবার। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানান, মহুয়ার মা মারা যাওয়ার কিছুদিন পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর খালিশপুর আলম নগর এলাকার নানাবাড়ি থেকেই লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। তাছাড়া নিহতের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। Related posts:দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যুবিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যুনকলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত Post Views: ২২৩ SHARES সারা বাংলা বিষয়: