জামালপুরের ধানুয়া কামালপুর মুক্ত দিবস আজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১ আজ ৪ ডিসেম্বর জামালপুরের ধানুয়া কামালপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্ত হয় কামালপুর। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় ঘেষা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরে যুদ্ধের শুারুতেই হানাদারবাহিনী গড়ে তুলে শক্তিশালী ঘাঁটি। মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি আক্রমণে একাত্তরের এদিনে হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। মূলত ধানুয়া কামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়ে সূচীত হয় শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও দেশের উত্তর মধ্যাঞ্চলের জেলাগুলোসহ ঢাকা বিজয়ের পথ। মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এই সেক্টরের সদর দপ্তর ছিল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর থেকে ২ কিলোমিটার দূরে ভারতের মহেন্দ্রগঞ্জ থানায়। আর সীমান্তঘেষা এপারেই ধানুয়া কামালপুরে ছিল হানাদারবাহিনীর শক্তিশালী ঘাঁটি। রণকৌশলের দিক থেকে তাই মুক্তিযোদ্ধাদের নিকট ধানুয়া কামালপুর ঘাটি দখল করা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। কামালপুর বিজয়ের লক্ষ্যে একাত্তরের ১১ নভেম্বর পাকিস্তানের সেনাদের শক্তিশালি ঘাঁটিতে আক্রমণ শুরু করে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের আক্রমণে অবরুদ্ধ হয়ে পড়ে এই ঘাঁটির হানাদারররা। ২৩ দিন অবরুদ্ধ থাকার পর ৪ ডিসেম্বর সন্ধ্যায় হানাদার বাহিনীর গ্যারিসন অফিসার আহসান মালিক এর নেতৃত্বে ১৬২ জন সৈন্যের একটি দল যৌথবাহিনীর কাছে আত্মসর্মপন করতে বাধ্য হয়। শত্রুমুক্ত হয় ধানুয়া কামালপুর। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুরে কামালপুর মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। Related posts:জামালপুরে ব্যবসায়ীর মাথায় কুপিয়ে টাকা ছিনতাইজামালপুরে যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তারজামালপুরে নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Post Views: ২৩২ SHARES জামালপুর বিষয়: