ঝিনাইগাতীতে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১ হারুন অর রশিদ দুদু : “বিজ্ঞান ও প্রযুক্তি, নৈতিকতা এক সুতোর গাঁথা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলা শুরু হয়েছে। মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার শেখ মোঃ হাবিবুল্লাহ্সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ। উদ্বোধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। উল্লেখ্য, ১২-১৩ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। Related posts:শেরপুরে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিতহেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার কমিটি গঠননালিতাবাড়ীতে শৃঙ্খলা রক্ষার্থে বিতর্কিত জায়গার নিয়ন্ত্রণ নিলো প্রশাসন Post Views: ২৩১ SHARES শেরপুর বিষয়: