ঝিনাইগাতীর বধ্যভূমিগুলোতে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্জলন ও দোয়া অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর ও হাতীবান্দা বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেন, মোমবাতি প্রজ্জলন ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জলনের সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নান, সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান, ডিপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ ঝিনাইগাতী ও হাতীবান্দা ইউপি সচিবগণ। Related posts:ঝিনাইগাতীতে শ্রমিক দল নেতাসহ ৪ জনের কারাদণ্ডঝিনাইগাতীতে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড ও একজনকে ১ হাজার টাকা জরিমানাশেরপুরে সিঙ্গারের নতুন শো-রুম উদ্বোধন Post Views: ২০১ SHARES শেরপুর বিষয়: