টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে। সংক্রমণের কার ১ শতাংশের নিচে নেমে এসেছে।’ ১৯ ডিসেম্বর রবিবার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। এবার তাকেই কোভিড-১৯ এর প্রথম বুস্টার ডোজ দেওয়া হয়েছে রুনু ভেরোনিকা কস্তাকে। এর মাধ্যমে দেশে করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উল্লেখ্য, রুনু ভেরোনিকা কস্তাকেই টিকা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছিল। Related posts:এনআইডি জালিয়াতিতে জড়িত ৬ কর্মচারী বরখাস্তবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ ঘোষণাসচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ Post Views: ১৭০ SHARES জাতীয় বিষয়: