দেওয়ানগঞ্জে পৌর মেয়রের গ্রেফতার দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর আপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীবৃন্দ। ১৯ ডিসেম্বর রবিবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর মেয়রকে আবিলম্বে গ্রেফতার ও আপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয় শিক্ষক, কর্মচারীরা। উল্লেখ্য বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা। Related posts:শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হচ্ছে : ইসলামপুরে ধর্মমন্ত্রীজামালপুরে সাংবাদিকদের সাথে এসপির বিরোধ নিস্পত্তি করলেন মির্জা আজমজামালপুরে নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন Post Views: ২২০ SHARES জামালপুর বিষয়: