দেশে কভিডের প্রথম বুস্টার ডোজ নিলেন সেই রুনু ভেরোনিকা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছিল। এবার তাকেই দেওয়া হয়েছে কভিড-১৯ এর প্রথম বুস্টার ডোজ। এর মাধ্যমে দেশে করোনার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম ১৯ ডিসেম্বর রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, ডিজি হেলথ, জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, পুলিশ বাহিনীর সদস্য সুলতান, ৭১ টিভির রিপোর্টার ডলার মাহমুদ, আল মারকাজুলের সদস্য হামজা, শেখ রাসেল গ্যাসট্রোলিভারেরর নার্সিং সুপারভাইজার খাদিজা বেগম আজ বুস্টার ডোজ নিয়েছেন। Related posts:১৪ নভেম্বর এসএসসি, ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা২৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি‘প্রয়োজনে পরীমণিকে জিজ্ঞাসাবাদ’ Post Views: ১৯৪ SHARES জাতীয় বিষয়: