নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুকের সভাপতিত্ব এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক রেবেকা সুলতানা, ৯৫ ব্যাচের শিক্ষার্থী ড. মো. শরীফুল ইসলাম শরীফ, সুরঞ্জিত বণিক প্রমুখ। এসময় বিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী, প্রয়াত শিক্ষক-কর্মচারীদের পরিবারের সদস্য, ৯৫ ব্যাচের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও প্রয়াত শিক্ষক-কর্মচারিদের পরিবারকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। Related posts:ঝিনাইগাতীতে মানসিক ভারসাম্যহীন নারীর স্থান হল সরকারি আশ্রয় কেন্দ্রেশেরপুরে পিকআপ ভ্যানের মাধ্যমে রোজাদারদের মাঝে সাবেক সাংসদ শ্যামলীর ইফতারী বিতরণশেরপুরে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ Post Views: ২১৯ SHARES শেরপুর বিষয়: