বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপের মেঘনা গ্রুপে শেরপুর-মানিকগঞ্জের খেলা ড্র অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১ রাজাদুল ইসলাম বাবু : বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২১ এর মেঘনা গ্রুপের শেরপুর ভেন্যুর খেলায় শেরপুর ও মানিকগঞ্জ জেলা দলের খেলা ৩-৩ গোলে ড্র হয়েছে। ৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটির ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলার প্রথমার্ধে শেরপুর জেলা দল ৩-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মানিকগঞ্জ জেলা দল আক্রমণের পর আক্রমণ চালিয়ে আরো দুই গোল করে খেলায় সমতা ফেরায়। পরে আর কোনো গোল না হওয়া অমিমাংসিতভাবেই শেষ হয় খেলাটি। আগামি ছয় ডিসেম্বর শেরপুর জেলা দল মানিকগঞ্জে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে। এর আগে খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে পরিচিত হন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার (এসপি) মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২১ এর খেলায় মেঘনা গ্রুপে হোম-অ্যাওয়ে ভিত্তিতে আটটি দল খেলছে। Related posts:শেষ ওভারে সোহানের ৩০ রানে রংপুরের শ্বাসরুদ্ধকর জয়ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাবকে আবারও 'না' বলে দিয়েছেন দ্রাবিড়এদের একজনই হবে বিশ্বের সবচেয়ে গতিময় পেসার : শোয়েব Post Views: ২৫৮ SHARES খেলাধুলা বিষয়: