বদলে গেল ছবির নাম নায়িকা হলেন পরী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ ওমরা পালন করতে গত নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যাওয়ার আগে চুক্তিবদ্ধ হয়েছিলেন চয়নিকা চৌধুরীর ‘অহংকারী বউ’ ওয়েব ফিল্মে। দেশে ফিরেই শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। গত সপ্তাহে মাহি ফিরেছেন। গতকাল ১৭ ডিসেম্বর শুক্রবার থেকে শুটিংও শুরু হয়েছে ওয়েব ফিল্মটির। কিন্তু এরই মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুটিং শুরুর দুই দিন আগে মাহি জানিয়ে দিয়েছিলেন, ছবিতে অভিনয় করতে পারবেন না তিনি। মাহির এমন হঠাৎ সিদ্ধান্তে বিপাকেই পড়েছিলেন নির্মাতা। শেষ মুহূর্তে মাহির বিকল্প খুঁজে পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু নির্মাতা চয়নিকা চৌধুরীকে এ যাত্রায় উদ্ধার করলেন পরীমণি। মাহির বদলে ছবিতে যুক্ত হলেন পরীমণি। গতকাল থেকে শুটিং শুরু করেছেন পরী। শুধু নায়িকা নয়, বদলেছে ছবির নামও। ‘অহংকারী বউ’ বদলে নতুন নাম রাখা হয়েছে ‘কাগজের বউ’। ছবিতে মূল চরিত্রে আছেন পরীমণি। পর্দায় তাঁর নায়ক ইমন। গতকাল দুজনই উপস্থিত ছিলেন ছবির শুটিংয়ে। এতে ইমন-পরী ছাড়াও অভিনয় করছেন ডি এ তায়েব। জানা গেছে, ছবিতে পরী অভিনয় করছেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন পরী। মানসিক নির্যাতন চালাতে থাকেন স্বামীর ওপর। নির্মাতা জানিয়েছেন, সম্পূর্ণ সামাজিক ছবি হবে এটি। গল্পের শেষে সবার জন্য একটি বার্তাও থাকছে—অর্থের চেয়ে মানুষের মর্যাদা ও মানবতাবোধ বেশি মূল্যবান। Related posts:নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগরঈদের নাটকে মোশাররফের সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহানোবেলের মাদকাসক্তির পেছনে কয়েকজন শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী, দাবি সাবেক স্ত্রীর Post Views: ৪৭৭ SHARES বিনোদন বিষয়: