শেরপুরে এবার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিজরাদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক এমপি শ্যামলী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুর এবার তৃতীয় লিঙ্গেও জনগোষ্ঠী হিজরাদের মাঝে আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২১ ডিসেম্বর মঙ্গলবার শহরের জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে হিজরা নেত্রী নিশি সরকারের হতে ওই কম্বল তুলে দেন সাবেক সংসদ সদস্য শ্যামলী। ওইসময় সাপ্তাহিক শ্যামলী শেরপুর-শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ উমর ফারুক, কৃষকলীগ নেতা মাহবুবুর রহমান লিটন, জেলা যুব মহিলা লীগ নেত্রী মাহবুবা রহমান শিমু, লাকি, মুক্তি, সুমিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের শ্রীবরদীতে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যুশেরপুরে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতারনকলায় সালমান ক্যাডেট একাডেমি'র শাখা উদ্বোধন Post Views: ৩৬৩ SHARES শেরপুর বিষয়: