শেরপুরে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা প্রশাসক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে ৬টি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী। খেলা ছয়টি হলো ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল, টেবিলটেনিস, হ্যান্ডবল ও অ্যাথলেটিকস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, এনডিসি সাদিক আল সাফিন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, ব্যাডমিন্টন উপকমিটির সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী জয়, টেবিল টেনিস উপ-কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। Related posts:নকলায় জাতীয় শিক্ষক দিবস পালিতঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধারঝিনাইগাতীতে মৎস্য সপ্তাহে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Post Views: ১৬০ SHARES শেরপুর বিষয়: