শেরপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি মানিক, সম্পাদক শওকত নির্বাচিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২১ ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শওকত হোসেন। অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি মো. ফারুক আহমেদ, সহসাধারণ সম্পাদক মো. আলাল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. জুলু মিয়া, কোষাধ্যক্ষ মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক মো. রিপন মিয়া এবং নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় জানান, এ নির্বাচনে ১০টি পদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১ হাজার ৮৩ জন ভোটারের মধ্যে জন ১ হাজার ১৭ জন ভোটার ভোট প্রদান করেন। Related posts:নালিতাবাড়ীতে ২ মাস পর কবর থেকে যুবকের লাশ উত্তোলনঝিনাইগাতীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভানানা আয়োজনে শ্যামলবাংলা২৪ডটকম’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Post Views: ৩১৩ SHARES শেরপুর বিষয়: